বিপুল ধস মার্কিন শেয়ার বাজারে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
বিপুল ধসের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। এর ফলে বিশ্ব আর্থিক বাজারে মন্দা ও মূল্যবৃদ্ধির চরম আশঙ্কা প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। এর প্রভাব ভারতেও পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াল স্ট্রিট সূত্রে জানা গিয়েছে, মার্কিন বহুজাতিক সংস্থা টেসলা ও এআই চিপ জায়ান্টের শেয়ার পড়েছে যথাক্রমে ১৫.৪ ও ৫ শতাংশ হারে। এর পাশাপাশি অ্যামাজন, অ্যালফাবেটের মতো সংস্থার শেয়ারের দাম পড়েছে উল্লেখযোগ্য ভাবে।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতির ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মন্দার আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করে তীব্র পতনের মুখে পড়ল মার্কিন শেয়ার বাজার। সূত্রের খবর, মেক্সিকো, কানাডা, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি ও শুল্কনীতির চরম প্রভাবে উদ্বেগ বাড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এর ফলে দাম কমছে মার্কিন বন্ডের। সূত্রের দাবি, শেয়ার বাজার থেকে প্রায় কয়ক ট্রিলিয়ন ডলার সরিয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা। সূত্রের আরও দাবি, এই হারে শেয়ার বাজারে পতন চলতে থাকলে বিশ্ব আর্থিক বাজারে ব্যাপক আর্থিক মন্দা দেখা দেবে এবং এর ফল ভুগতে হতে পারে গোটা বিশ্বকেই।
আশ্বাস দিয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, শেয়ার বাজারের গতিবিধি ও প্রকৃত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে শক্তিশালী পার্থক্য দেখা যাচ্ছে। মার্কিন সরকার গোটা বিষয়টি নজরে রাখছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কথায়, এটি পরিবর্তনের সময়। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ ফিরিয়ে আনা হচ্ছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
