স্কুলে চুরির অভিযোগ বেহালায় 

Views: 62
3 0

স্কুলে চুরির অভিযোগ বেহালায়

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

স্কুলের কোল্যাপসিবল গেটের তালা ভেঙে চুরির অভিযোগ দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের বাণীতীর্থ বালিকা উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর, প্রধানশিক্ষিকার ঘর ও স্কুলের হিসাব সংক্রান্ত কাজের ঘরের পরপর সাতটি আলমারির দেরাজ ভেঙে দশ হাজার টাকা চুরি গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সকালে স্কুলের কেয়ারটেকার এসে স্কুলের গেট ও প্রধানশিক্ষিকার ঘরের তালা ভাঙা অবস্থায় পড়ে থাকার পাশাপাশি ঘরের সমস্ত ফাইল ও নথিপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে দেখে প্রধানশিক্ষিকাকে খবর দেন। খবর পেয়ে উপস্থিত হন প্রধানশিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী। খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পর্ণশ্রী থানার পুলিশ। প্রধানশিক্ষিকার অভিযোগ আলমারির দেরাজ ভেঙে দশ হাজার টাকা চুরি গিয়েছে। তাঁর আরও অভিযোগ, শুধুমাত্র চুরি নয় অন্য কোনোও অসৎ উদ্দেশ্যেও এই ঘটনা ঘটতে পারে। নথিপত্র মিলিয়ে দেখা হচ্ছে কিছু খোয়া গিয়েছে কিনা। সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
2
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
1
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *