পথ দূর্ঘটনা এড়াতে উবেরের নয়া উদ্যোগ।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
কলকাতায় বাইক-ট্যাক্সি ব্যাবহার করে এমন রাইডার ও ড্রাইভারদের জন্য নিরাপত্তাকে প্রাধান্য দিল উবের।পথ নিরাপত্তা বাড়াতে হেলমেট,রিফ্লেক্টিভ বেষ্ট,সেফটি স্টিকার এবং কনুই ও হাঁটুর প্যাড সহ প্রয়োজনীয় সুরক্ষামূলক গিয়ার সম্বলিত বিশেষ সেফটি কীট বিতরণ করেছে উবের। আগামী দু মাসে উবের এই ধরণের ৬০০টি কীট বিতরণ করবে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বেশ কিছু উবের ড্রাইভারদের এই কীট বিতরণ করেছেন।
সুবিধা হল,খুব তাড়াতাড়ি এবং খরচের দিকে সাধ্যের মধ্যে থাকার কারণে এই বাইক-ট্যাক্সিগুলির জনপ্রিয়তা আকাশছোঁয়া।রাজ্য পরিবহণ দফতরের সাথে উবেরের সহযোগিতার লক্ষ্যে হল দুই চাকার নিরাপত্তার প্রচার করা এবং সড়ক দুর্ঘটনার কারণে প্রাণহানি ও গুরুতর আঘাত কমানো। পশ্চিমবঙ্গ সরকারের ‘সেফ ড্রাইভ,সেফ লাইক ‘ফ্ল্যাগশিপ উদ্যোগটি ২০১৬ সালে চালু হওয়ার পর থেকে সড়ক দুর্ঘটনা কমানোর নেতৃত্ব দিয়েছে।
১৭.০৩.২৫
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
