রাজ্যকে তিন সপ্তাহের ডেডলাইন;জনস্বার্থ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Views: 93
0 0

*রাজ্যকে তিন সপ্তাহের ডেডলাইন;জনস্বার্থ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের*

 

নবনীতা পাল: Rong News

 

ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্য। ২০১৩ সাল থেকে প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ রয়েছে। সেই সংক্রান্ত মামলাতেই সম্প্রতি কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । কলেজগুলিতে যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

 

অভিযোগ ছিল, বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজে বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিন প্রধান বিচারপতির এজলাসে এই মামলা উঠলে অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত।

 

সম্প্রতি আদালতে সেই মামলা উঠলে তিন মাস সময় চায় রাজ্য। যদিও সেই আবেদন রাখা হয়নি। রাজ্য সরকারের এই আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, তিন মাস নয়, রাজ্যকে স্পষ্ট করতে হবে তারা কখন কীভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করবে। তাও তিন সপ্তাহের মধ্যেই।

 

আদালতে অপর পক্ষের অভিযোগ, এর আগে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হত। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার দু’বছর পর থেকেই কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। আর সেখানে নিজেদের রাজ চালাচ্ছে শাসকদলের ছাত্র সংগঠন। সেই মামলাতেই এবার রাজ্যকে কড়া ডেডলাইন আদালতের।

 

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *