তীব্র দাবদাহে জ্বলছে উত্তর ভারত

Views: 97
1 0

তীব্র দাবদাহে জ্বলছে উত্তর ভারত

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে দিয়ে এপ্রিলের গোড়াতেই তীব্র দাবদাহে জ্বলছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। এর জেরে প্রবল বিপাকে পড়েছে জনজীবন। জাতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়ানোর পাশাপাশি হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। সপ্তাহভর তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। এই পরিপ্রেক্ষিতে রাজস্থানে লাল সতর্কতা ও দিল্লি সহ আশেপাশের এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি সূত্রে আরও জানা গিয়েছে, আগামী তিনদিন প্রবল গরমে নাজেহাল হতে হবে দিল্লিকে। অন্যদিকে গুজরাটের সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও পূর্ব রাজস্থান বৃহস্পতিবার পর্যন্ত জ্বলবে প্রবল গরমে। তারপর সামান্য হেরফের হতে পারে। বাদ যায়নি দেশের পূর্ব অংশের ওড়িশাও। সেখানকার বিভিন্ন শহরে তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। সবথেকে খারাপ অবস্থা পশ্চিম রাজস্থানের বিভিন্ন অঞ্চলে। সূত্রের খবর, বারমেড়ে তাপমাত্রা পৌঁছেছে ৪৫.৬ ডিগ্রিতে। এই পরিস্থিতিতে রাজস্থান জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
1
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *