লতা মঙ্গেশকরের নামে পার্ক তৈরির সিদ্ধান্ত কর্পোরেশনের
সোমনাথ মুখোপাধ্যায়: Rong News
কলকাতা
সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে শহরে একটি উদ্যান তৈরির সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা কর্পোরেশন। এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন তাবৎ শিল্পী সমাজ। সেলিব্রিটি থেকে থেকে সাধারণ মানুষ সকলেই কর্পোরেশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব উদ্যান তৈরির কাজ শুরুর ব্যাপারে সবুজসংকেত দিতে চলেছে কর্পোরেশন। সূত্র মারফত আরো জানা গিয়েছে, কলকাতা কর্পোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর কাকলি সেনের উদ্যোগে এই উদ্যান হবে। রবিবার সকালে মুম্বইয়ে প্রয়াত হয়েছেন ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনের নেতৃত্বে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়।
তাঁর সঙ্গীত জীবনের দীর্ঘ সাত দশকের পথচলায় লতা মঙ্গেশকর গেয়েছেন প্রায় ত্রিশ হাজারেরও বেশি গান। মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে। ছত্রিশটি ভাষায় অনায়াসে নিখুঁত উচ্চারণে সঙ্গীত সাধনা করেছেন সুর সম্রাজ্ঞী। আপামর ভারতবাসীর কাছে তিনি দেবী সরস্বতীর বরপুত্রী বলে পূজিত হয়েছেন। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। বাদ যায়নি কলকাতা। রবিবার কলকাতার ২ নম্বর ওয়ার্ডে তাঁকে শ্রদ্ধা জানান কাউন্সিলর কাকলি সেন। তিনি বলেন, লতাজির নামে একটি উদ্যান করার সিদ্ধান্ত নিয়েছি। সেই ব্যাপারে যা যা করতে হয় তা করব। এ বিষয়ে মেয়রকে জানাবেন তিনি বলে জানিয়েছেন কাকলিদেবী।
অন্যদিকে ওমিক্রণের ধাক্কা সামলে উঠে ভালো আছেন আরেক কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এর আগে গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ওয়ার্ডে ভর্তি ছিলেন শিল্পী। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে এসএসকেএম থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। রবিবার অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায় ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


