*ওয়াকফ আইনে দীর্ঘদিনের দাবি পূরণ, মোদিকে ধন্যবাদ দাউদি বোহরা সম্প্রদায়ের*
নবনীতা পাল: Rong News
মুসলিম সংখ্যালঘুদের মধ্যে দীর্ঘদিনের একটি দাবি ছিল ওয়াকফে সরকারি নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন প্রণয়ন। সেই দাবি এবার পূরণ করেছে মোদি সরকার। আর এই আইনের ফলে উপকৃত হয়ে ভারতের এক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দাউদি বোহরারা প্রকাশ্যে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মীয় নেতারা তাঁকে ধন্যবাদ জানান। তাঁদের মতে, বহু বছর ধরে তাঁরা এই আইনের দাবি জানিয়ে আসছিলেন, কারণ ওয়াকফ সম্পত্তির বণ্টনে তাঁরা বরাবরই বঞ্চিত ছিলেন।
ভারতের মুসলিম জনসংখ্যার একটা ক্ষুদ্র অংশ দাউদি বোহরারা মূলত শিয়া সম্প্রদায়ের অন্তর্গত। ভারতের পশ্চিমাঞ্চলে এই সম্প্রদায়ের বসবাস বেশি। এঁরা আল-দাই-আল-মুতলাক নামে এক ধর্মগুরুর নির্দেশ মেনে চলে।
বিশ্বের ৪০টিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছে এই সম্প্রদায়ের মানুষ।
নতুন আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডে সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করা হয়েছে। এর ফলে স্বচ্ছতা এবং সমান বণ্টনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা দাউদি বোহরা সম্প্রদায়কে উপকৃত করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
