টলি পাড়ায় বড়ো দুঃসংবাদ, সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি
✍️ দীপা দে
বিনোদন জগতে বড়ো দুঃসংবাদ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে অবজার্ভেশন এ রাখা হয়েছে।
জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় শুক্রবার গভীর রাতে প্রচন্ড বুকে ব্যাথা অনুভব করেন। কিছু বুঝতে না পেরে তৎক্ষনাৎ পরিচালককে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ কিলবিল সোসাইটি ‘ ছবির স্যুটিং যে বেসরকারী হাসপাতালে হয়েছিল তাকে সেখানেই ভর্তি করা হয়েছে।ডাক্তারদের বোর্ড তৈরী করা হয়েছে। পরিচালককে আই সি ইউ তে অবজার্ভেশন এ রাখা হয়েছে। শুক্রবার রাতেই তার কিছু শারীরিক টেস্ট করানো হয়েছে। আজ অর্থাৎ শনিবার টেস্টের রিপোর্ট দেখেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তাকে কিভাবে চিকিৎসা করা হবে। হসপিটাল কতৃপক্ষ জানিয়েছেন পরিচালকের শারিরীক অবস্থা এখন আগের থেকে স্থিতিশীল তবে সম্পূর্ণ বিপদমুক্ত নয়।
