*ভারতীয় দল থেকে ছাঁটাই এর পরই নায়ার এর কেকেআর এ অভিষেক*
নবনীতা পাল: Rong News
ভারতীয় দলে তাঁর চাকরি ছিল মাত্র ৮ মাস! এত কম সময়ে টিম ইন্ডিয়া থেকে কোনও কোচকে ছেঁটে ফেলা হয়েছে, ইতিহাস হাতড়েও সেরকম নজির বড় একটা পাওয়া যাবে না।তবে যদি কেউ ভেবে থাকেন যে, অভিষেক নায়ারকে নিয়ে নাটকের এখানেই ইতি, তা হলে তিনি দশে শূন্য পেলেন। কারণ, ভারতীয় দল থেকে ছাঁটাইয়ের খবর জানাজানি হওয়ার পরের দিনই তাঁকে বহাল তবিয়তে চাকরিতে ফিরিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।
অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত অভিযোগ। তিনি নাকি দলের খবর সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছেন! এমনকী, দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে নাকি মানসিক দূরত্বও তৈরি হয়েছিল। তাই ছক ভেঙে মাত্র আট মাস পরই ভারতীয় দল থেকে বাতিল করা হয়েছে মুম্বইয়ের ক্রিকেটারকে।
আর তারপরই রীতিমতো নায়কের সম্মান দিয়ে তাঁকে ফেরানো হল শাহরুখ খান-জুহি চাওলার দলে। যেন বুঝিয়ে দেওয়া হল, খারাপ সময়ে আইপিএল চ্যাম্পিয়নরা তাঁকে ভোলেনি। সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফে ঘোষণা করা হল অভিষেকের দলে যোগ দেওয়ার খবর। লেখা হল, ‘বাড়িতে স্বাগত অভিষেক নায়ার।’
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
