৮৮ বছরে প্রয়াত পোপ ফ্রান্সিস
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
দীর্ঘ অসুস্থতার পর রোমের ভ্যাটিকান সিটিতে ৮৮ বছর বয়সে প্রয়াত হলেন ক্রিশ্চান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির তরফে জানানো হয়, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে প্রয়াত হয়েছেন ক্রিশ্চান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সূত্রের খবর, ২০২৩ সাল থেকেই ঘনঘন অসুস্থতার কারণে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। ডবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের।
২০১৩ সালে পোপ বেনেডিক্টের পর দীর্ঘ ১২ বছর ধরে সর্বোচ্চ ধর্মগুরুর দায়িত্ব সামলান পোপ ফ্রান্সিস। এই সময়ে ভ্যাটিকান সিটির আমলাতান্ত্রিক পরিকাঠামোর ব্যাপক পরিবর্তন হয় তাঁর হাত ধরে। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও ব্যাপক প্রসার ঘটান তিনি। এই পরিপ্রেক্ষিতে বিশ্বের ৬৫টি দেশে ৪৭ বার সফর করেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির পক্ষ থেকে জানানো হয়, নিজের জীবন যীশু এবং চার্চের প্রতি দান করে দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে গোটা বিশ্ব জুড়ে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
