ভূমিকম্পে কাঁপল তুরস্ক
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ফের ভূমিকম্প। চলতি সময়ে মায়ানমার, থাইল্যান্ড, আফগানিস্তানের পর এবার তুরস্ক। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের রাজধানী ইস্তানবুল। কম্পনের জেরে বহু মানুষ ঘরছাড়া। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, ইস্তানবুল থেকে ৪০ কিমি দূরে দক্ষিণ পশ্চিম মারমারা সাগরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎস। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। বিশেষজ্ঞরা মনে করছেন সমুদ্রপৃষ্ঠে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূমিকম্প হয়েছে। সূত্রের দাবি, ভূমিকম্পে তীব্রতা এতটাই যে তা বসফোরাস প্রণালীর ইউরোপ ও এশিয়ার দুই পারেই জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে যথেষ্ট ছিল। ভূমিকম্পের ফলে তেমন ক্ষয়ক্ষতির কথা জানা না গেলেও ইস্তানবুলের একটি বহুতলের ব্যালকনি থেকে আতঙ্কে নিচে ঝাঁপ দিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
