*মাত্র সাড়ে তিন দিনে ১০ লক্ষেরও বেশী পুণ্যার্থীর ঢল দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে*
নবনীতা পাল:Rong News
অক্ষয় তৃতীয়ার (১ মে, বুধবার) দিন দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর মাত্র সাড়ে তিন দিনের মধ্যেই সেখানে পুণ্যার্থীর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে বলে দাবি করলেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস।
রাধারমণ দাস জানান, ‘‘অক্ষয় তৃতীয়ার দিনই মন্দিরে এসেছিলেন প্রায় ২ লক্ষ মানুষ। তার পরদিন (বৃহস্পতিবার) সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ লক্ষেরও বেশি।’’ শুক্রবার ও শনিবার মিলিয়ে সংখ্যাটা আরও বেড়েছে। শনিবার দুপুরে রাধারমণের বক্তব্য, ‘‘শনিবার রাত পর্যন্ত মন্দির খোলা থাকবে, ফলে সামগ্রিক সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যাবে।’’
পুরীর আদলে নির্মিত হলেও দিঘার এই মন্দিরে পুজোর ধারা পুরোপুরি বাংলার বিভিন্ন মন্দিরের মডেল অনুসরণ করছে। পুণ্যার্থীরা ডালা নিয়ে এসে পূজারিকে প্রদান করছেন, এবং পূজারিরা পুজো করে সেই ডালা ফেরত দিচ্ছেন তাঁদের হাতে। প্রতিদিন দুপুরে জগন্নাথদেবের উদ্দেশে নিবেদন করা হচ্ছে মহাভোগ—৫৬ ভোগ। তা ভক্তদের মধ্যেও বিতরণ করা হচ্ছে। তবে প্রণামীর জন্য রয়েছে নির্দিষ্ট বাক্স।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা