প্রদর্শনী চলছে বড়া মধুসূদন হাই স্কুলে

Views: 20
0 0

প্রদর্শনী চলছে বড়া মধুসূদন হাই স্কুলে

তমাল মুখার্জী, রঙ নিউজ

 

শিশু মন কিছু করতে চায়। মনের বয়স বাড়লেও শিশুটি তার মধ্যে লুকিয়ে থাকে।তাই শৈশবে সৃষ্টিশীলতার অভ্যাস পরিণত মানুষের মনেও থেকে যায়। মনের উদ্ভাবনী শক্তির বিকাশ এবং সৃষ্টিশীলতার প্রকাশের জন্য বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের কক্ষে আগস্ট মাসের ১২,১৩,ও ১৪ তারিখে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীগণ এতে অংশ নেয়।কেবলমাত্র বিজ্ঞান নয়, আর্ট গ্যালারি, কমিকস স্ট্রিপ , ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর মডেল চার্ট ইত্যাদি প্রদর্শন করা হয়।তিন দিন ধরে উপচে পড়া দর্শকের সামনে দক্ষতার সঙ্গে তারা নিজেদের মডেলের বা চার্টের বৈশিষ্ট্য বর্ণনা করে। পঞ্চম- ষষ্ঠ, সপ্তম -অষ্টম, নবম -দশম, একাদশ- দ্বাদশ এই চারটি বিভাগে বিভিন্ন বিষয়ের থিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। অনেক গুণী ব্যক্তির আগমন এই প্রদর্শনীকে অন্য মাত্রা দান করে। অনেক অভিভাবক, প্রাক্তন ছাত্র ছাত্রী, অন্য স্কুল থেকে আগত ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

বিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালন সমিতি মনে করেন যে সাধারণ পরীক্ষার পড়াশোনা অপেক্ষায় এটি অনেক বেশি কার্যকরী কারণ দর্শকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবার পূর্বে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রদর্শককে প্রভূত জ্ঞান অর্জন করতে হয়। কেবল মুখস্থ করে এটা করা সম্ভব নয়। এছাড়া অপরিচিত দর্শকদের সামনে উপস্থাপনা ছাত্র ছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং বাকপটুতা পরিশীলিত করে। আগামী বৎসর পুনরায় এরূপ অনুষ্ঠানের আয়োজন করার ইচ্ছা বিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে।প্রদর্শনী ছাড়াও সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বুক স্টলের আয়োজন করা হয়েছে ছাত্র ও ছাত্রীদের জন্য।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *