কনে কোলে হাসপাতালে বিবাহ মধ্যপ্রদেশে

Views: 107
2 0

কনে কোলে হাসপাতালে বিবাহ মধ্যপ্রদেশে

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

ফিল্মে নায়িকার খুশির জন্য বাস্তব অবাস্তব অনেক কিছুই করে নায়ক। কিন্তু সেটি সিনেমা। তবে সিনেমার মতোই রিল লাইফ আর রিয়েল লাইফ মিলেমিশে একাকারের অভিনব ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। সে রাজ্যের রাজগড় জেলা হাসপাতালের মধ্যেই চার হাত এক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বর কনে। শারীরিকভাবে রীতিমতো অসুস্থ থাকায় কনেকে কোলে নিয়েই অগ্নি প্রদক্ষিণ করেন বর।

 

সূত্রের খবর, মধ্যপ্রদেশের কুম্ভরাজ এলাকার নন্দিনী সোলাঙ্কির সঙ্গে বিবাহ ঠিক হয় ব্যোবরা শহরের পরমসিটি এলাকার আদিত্য সিংয়ের। বিবাহের দিন ঠিক হয় ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায়। ইতিমধ্যে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে হবু কনে নন্দিনী। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ভর্তি করা হয় কুম্ভরাজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বীণাগঞ্জ হাসপাতাল ঘুরে শেষমেশ রাজগড় হাসপাতালের আইসিউতে ভর্তি হয় নন্দিনী। খবর পেয়ে মাথায় হাত পড়ে হবু বর আদিত্যের পরিবারের সদস্যদের। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ থাকে আদিত্য। অক্ষয় তৃতীয়াতেই নন্দিনীকে বিবাহ করতে বদ্ধপরিকর থাকে সে। সেইমতো ডাক্তারদের অনুমতি নিয়ে সব ব্যবস্থা হয়। হাসপাতালেই তড়িঘড়ি তৈরি করে ফেলা হয় ছোটো একটি বিবাহের মন্ডপ। সীমিত সংখ্যক লোকজন সহ ঘোড়ায় চেপে হাসপাতালে আসে আদিত্য। হাসপাতালের নিয়ম মেনেই ছিল না হইচই। ছিল না কোনোরকম গানবাজনার শব্দ। এরপর ডাক্তার, নার্স ও দুই তরফের লোকজনের উপস্থিতিতে চার হাত এক করেন পুরোহিত। অগ্নিসাক্ষীর সময় অসুস্থ নন্দিনীকে কোলে তুলে নিয়েই অগ্নি প্রদক্ষিণ করে আদিত্য। বিরল ঘটনার সাক্ষী থাকেন উপস্থিত সকলে। খবর ছড়িয়ে পড়তেই নব দম্পতির জন্য শুভেচ্ছার পাশাপাশি আদিত্যর উদারমনস্কতার ভূয়সী প্রশংসা করে জনসাধারণ।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
2
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *