হাওড়ায় ট্রাকের চাকায় পিষ্ট স্কুলছাত্রী
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল হাওড়ার লিলুয়ায়। শনিবার সকালে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত লিলুয়া থানা এলাকার নেতাজি সুভাষ রোডে ঘটে এই মর্মান্তিক ঘটনা। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ট্রাকটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। পুলিশ এসে ঘাতক ট্রাকটির চালককে আটক করার পাশাপাশি ছাত্রীটিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় ঘাতক ট্রাকটির পাশাপাশি প্রশাসনিক গাফিলতির দিকেও আঙুল তুলছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ খারাপ রাস্তার কারণে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই অষ্টম শ্রেণীর ছাত্রী। সরু ও ভাঙাচোরা রাস্তায় ট্রাকটি পাশ দিতে গিয়ে খানিকটা কাত হয়ে পড়ে। সেই ট্রাকটির চাকাতেই পিষ্ট হয়ে মারা যায় ওই স্কুল ছাত্রী। ছাত্রীটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা দল বেঁধে ঘেরাও করে ৬৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুবীর রাউতের বাড়ি। তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বিক্ষোভে সামিল হন মৃত স্কুলছাত্রীর পরিবারের লোকজনও।
স্থানীয় বাসিন্দা সুজিত দত্ত, কৈলাস পাসোয়ানরা বলেন, এই ট্রাকগুলি স্থানীয় ঈশ্বর ইন্ডাস্ট্রির ট্রাক। কারখানাগুলি রাস্তার গা ঘেঁষে উঠেছে। তাছাড়া দীর্ঘদিন যাবৎ এদের গাড়ি ও ট্রাকগুলি রাস্তার ধারে এরা রেখে দেয়। মাল বোঝাই ট্রাকগুলি এই সরু রাস্তা দিয়ে রোজ বেরোয়। প্রশাসনের কোনোরকম হেলদোল নেই। তারা আরোও বলেন, ‘রাস্তার ভয়ংকর দুরবস্থা। ভাঙাচোরা রাস্তায় প্রায় প্রতিদিনই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। আজ বাচ্চা মেয়েটা কিভাবে চাপা পড়ে মারা গেল।’ তাদের অভিযোগ, ‘এলাকার কাউন্সিলার না থাকলেও প্রশাসনের কেউ না কেউ তো মাথার উপরে রয়েছেন। তারা কী করছেন। তারা কি কিছু দেখতে পাচ্ছেন না।’ এই পরিস্থিতিতে কোনোওরকম অনভিপ্রেত ঘটনা এড়াতে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
