অর্পিতা মুখার্জির ডায়মন্ড সিটি সাউথ ফ্ল্যাটে আটক পড়ে আছে ৯টি বিরল প্রজাতির কুকুর
সুপর্ণা রায়, Rong News
সদ্য প্রাক্তন শিল্প মন্ত্রীর ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখার্জির ডায়মন্ড সিটি সাউথ ফ্ল্যাটে আটক পড়ে আছে ৯টি বিরল প্রজাতির কুকুর , যাদের পরিচর্যা উন্নততর থেকে উন্নততম মানের , এবং তাদের বাজারি মূল্য ও বেশ দামী, তাদের জন্য নিয়োগ ছিল দক্ষ প্রশিক্ষক কিন্তু বিগত কয়েক দিনের ঘটনার অনেক খানি প্রভাব পড়েছে তাদের ওপরে।
ফ্ল্যাট বন্ধ তদন্তকারী সংস্থার অধীনে তবে কি হচ্ছে তাদের !
মানুষ এর দোষের শাস্তি কোথাও গিয়ে ওই অবলা নিষ্পাপ প্রাণী গুলো যেনো না পায় তাই নিয়ে চিন্তিত পশু প্রেমীরা । এদিকে একাংশ বলছেন মানুষের মুখের খাবার কেড়ে সখের কুকুর পুষেছেন মন্ত্রী ও মডেল বান্ধবী ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
