বিছানায় শুয়ে বেতন ১৪ লক্ষ টাকা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কাজ শুধুমাত্র বিছানায় শুয়ে থাকা। তার জন্য মাসে বেতন মিলছে ১৮,৫০০ মার্কিন ডলার যা কিনা ভারতীয় মুদ্রায় ১৪ লক্ষ টাকার বেশি। শর্ত একটাই আর তা হলো বিছানায় শুয়ে থাকা বাধ্যতামূলক। বিছানায় শুধু ঘুম নয়, টিভি দেখা, খাবার খাওয়া এমনকি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কাজটাও করতে হবে শুয়েই। শুধু মাথাটি কাত করে রাখতে হবে ৬ ডিগ্রি কোণ করে। ব্যাস্ তা হলেই হাতে হাতে কড়কড়ে ১৪ লক্ষ টাকা। অবাক করা ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই কাজের নিয়োগকারী সংস্থা খোদ বিশ্বের নামজাদা মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। মোট ২৪ জন পুরুষ মহিলা টানা ২ মাস বিছানায় শুয়ে শুয়ে পেয়ে গিয়েছেন এই বিপুল পরিমাণ বেতনের অঙ্ক। বিষয়টি খোলসা করেছেন নাসার বিজ্ঞানীরা। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে কাজ করা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন মহাকাশচারীদের শরীরে ঘটতে থাকা শারীরিক ও মানসিক পরিবর্তন। সে কাজে সহায়তা করেন ওই ২৪ জন ব্যক্তি। তাদের শারীরিক ও মানসিক অবস্থা যাচাই করাই বিজ্ঞানীদের গবেষণার লক্ষ্য। আর বিজ্ঞানের স্বার্থে বিজ্ঞানীদের গবেষণার লক্ষ্য পূরণে মাসে মাসে মিলেছে ১৪ লক্ষ টাকা।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
