আলোক পত্রিকার বার্ষিক অনুষ্ঠান
প্রতীক চ্যাটার্জী ,Rong News
বছরের শেষ দিনে শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল এ বসে ছিল চাঁদের হাট। আলোক প্রকাশনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ সম্প্রতি যাঁর তিনশ তম বই প্রকাশিত হয়েছে। উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক সুনিল মাজি উপস্থিত ছিলেন সাহিত্যিক শঙ্কর চ্যাটার্জী সাহিত্যিক ডি. অমিতাভ যাঁর জনপ্রিয়তা ভারত বাংলাদেশ দুই দেশেই। একধিক কাব্যগ্রন্থ গল্প সংকলন এবং আলোক পত্রিকার নিউইয়ার সংখ্যার মোড়ক উন্মোচন হয়। গুণীজন সংবর্ধনা পুরস্কার বিতরণী কবিতা পাঠ গান শ্রুতি নাটক দিয়ে সাজান ছিল। দর্শক ছিল ছিল চোখে পড়ার মতো। শেষ পযর্ন্ত হলে দর্শক উপস্থিত ছিল। প্রত্যেকের জন্য ছিল প্রকাশনীর তরফ থেকে বিশেষ উপহার। আলোক প্রকাশনীর কর্ণধার সুদীপ ওম ঘোষ বলেন, সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীতে এই ধরনের অনুষ্ঠান আরও আরও করবে। প্রকাশনীর মুখ্য উপদেষ্টা মানসী রায় চট্টোপাধ্যায় একটি শ্রুতি নাটক করেন।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
