ভালোবাসার রং নীল
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
আজ রোজ্ ডে। আর রোজ্ ডের হাত ধরেই প্রেম সপ্তাহের শুরু। প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে গোলাপ দিবসের প্রথম দিন থেকেই উত্তরবঙ্গের শিলিগুড়ির বাজার মাতাচ্ছে এ বছরের অন্যতম আকর্ষণ নীল গোলাপ। ক্রেতাদের কাছে নীল গোলাপের চাহিদা তুঙ্গে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নীলের পাশাপাশি হাজির সবুজ গোলাপ। চিরপরিচিত লাল, গোলাপী, হলুদ গোলাপের পাশাপাশি শিলিগুড়ির বাজার ছেয়েছে নীল রংয়ের গোলাপ যা সকলের মন জয় করবেই বলে দাবি ফুল ব্যবসায়ীদের। তাঁরা জানান, প্রাকৃতিক রং মিশিয়ে সাদা গোলাপকে নীল করা হয়েছে যার প্রতিটি বিকোচ্ছে ৪৫-৫০ টাকায়। এছাড়া বিদেশ থেকে আমদানি করা হল্যান্ডের ডাচ গোলাপ যা গতবছর ছিল ২০ টাকা তা এ বছর বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। অন্যদিকে স্থানীয় গোলাপ প্রতিটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুল ব্যবসায়ীরা আরও জানান, এ বছর বেঙ্গালুরুর গোলাপের আমদানি কম। ফলে দাম কিছুটা বাড়লেও গোলাপের বিক্রি ভালোই। তবে চাহিদায় সকলকে ছাপিয়ে গিয়েছে নীল গোলাপ।
ভালোবাসার প্রকৃত রং ঠিক কী তা ভালোবাসার জনরাই জানেন। তবে নীল রংয়ের গোলাপ যে ভালোবাসার রংকে আরও রঙিন করতে উঠেপড়ে লেগেছে তা বলাই বাহুল্য। তবে ভালোবাসায় তো বেদনা আছে তাই হয়তো বা বলা যেতেই পারে যে ভালোবাসার রং নীল!
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
