ঐতিহাসিক জয়! ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট টিম!

Views: 33
0 0

ঐতিহাসিক জয়! ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট টিম!

– প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ

 

সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আধিপত্য ভেঙে দিয়ে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার মুম্বইয়ে অনুষ্ঠিত আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে নবীন মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড়প্রমাণ ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৯ বল বাকি থাকতে এবং ৫ উইকেটে ম্যাচ জিতে সরাসরি ফাইনালে প্রবেশ করল ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রানের বিশাল স্কোর খাড়া করে। দলের হয়ে ফিব লিচফিল্ড দুর্দান্ত শতরান করেন। ভারতীয় বোলারদের মধ্যে শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট পান।

জবাবে, ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দিকে কিছুটা চাপে পড়েছিল ভারত। দ্রুত দুই ওপেনারের উইকেট হারানোর পর দলের হাল ধরেন জেমিমা রডরিগজ এবং অধিনায়িকা হরমনপ্রীত কৌর। তাদের বিধ্বংসী পার্টনারশিপ ভারতকে জয়ের স্বপ্ন দেখায়। জেমিমা ও হরমনপ্রীত দুজনেই অনবদ্য অর্ধশতরান করেন।

তবে আসল চমক দেখান পরবর্তী ব্যাটাররা। শেষদিকে রিচা ঘোষের (৫০ বলে ৮৩*) এবং পূজা বস্ত্রকারের (২০ বলে ৪২*) ঝোড়ো ব্যাটিং, বিশেষ করে তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে, অস্ট্রেলিয়ার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। তাদের ব্যাটের সামনে দিশেহারা হয়ে পড়ে অজি বোলাররা। মাত্র ৪১.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই ঐতিহাসিক জয়ের ফলে ভারতীয় মহিলা দল সরাসরি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল। এই ম্যাচ শুধু একটি জয় নয়, এটি মহিলাদের ক্রিকেটে এক নতুন ভারতীয় উত্থানের ইঙ্গিত। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদেরই দেওয়া ৩৩৮ রানের টার্গেট তাড়া করে হারানোর এই কীর্তি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *