টালিগঞ্জ পাড়ার নতুন ভিন্নধর্মী ছবি ‘চতুর্ভুজ’।।
অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ
অজানা অচেনা ভিন্নধর্মী সম্পর্ক নিয়ে কাহিনী এবার উঠে আসবে বড় পর্দায়। একটা চতুর্ভূজের যেমন চারটে বাহু থাকে,তেমনি জীবনের চারটি সম্পর্কের একটি বন্ধনের মধ্যে আটকে রেখেই সুরাজ তৈরি করেছেন এক অচেনা ছকের ছবি চতুর্ভুজ।প্রথম গল্প দম্পতি। দ্বিতীয় গল্প সন্তান। তৃতীয় মা আর চতুর্থ গল্প বাবা।

সংসারের এই চার সম্পর্কের কথাই আলাদা অনুভবে উপলব্ধি করতে পারবেন এই ছবিতে।
চতুর্ভুজ ছবি চারটি ছোট ছোট কাহিনীর সংমিশ্রণ।একটি চতুর্ভুজের চারটি বাহু তেমন পরষ্পরকে আঁকড়ে ধরে থাকে,এখানেও মানুষের জীবনের চারটি পর্যায়ে পরষ্পরকে আঁকড়ে ধরে আছে।এই পর্যায় গুলি হল দম্পতি, সন্তান,মা ও বাবা।একটি নারী ও পুরুষের মধ্যে তখন বিবাহ হয়,তখন তারা হয় দম্পতি।পর্যায়ক্রমে আসে সন্তান।নারী হয় মা আর পুরুষ হয় বাবা।এখানে উল্লেখ্য একটি গল্প যেখানে শেষ হয়,পরের গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয়। সানরাইজ মুভিজের নিবেদন এই ছবি।গল্পের ক্লাইম্যাক্স তোলা থাক দর্শকাশন ভরার অপেক্ষায়। বরং জেনে নেওয়া যাক বাকি কুশীলবদের।
সুরাজের পরিচালনায়, উপদেষ্টা বাপ্পা বন্দোপাধ্যায়,গল্প ও ক্রিয়েটিভ ডিরেক্টর রূপক চক্রবর্তী।অভিনয়ে রাহুল ব্যানার্জি, রজতাভ দত্ত প্রশংসার দাবি রাখেন। অভিনেত্রী মানসী সিনহা, অনামিকা সাহা ও হিমিকা।নবাগত অভিনেতা অভিজিৎ,রিয়াজ ও ঈশান।নবাগতা অভিনেত্রী সুজাতা সাহা,মনীষা বেলেল ,ও শিশু শিল্পি নীশা । এছাড়াও আছেন সুরাজ আলি খান,ও মহম্মদ আজীজ এবং মাধব চট্টোপাধ্যায়।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
