নারী একাই অর্ধেক আকাশ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
সাম্যের লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান, কাজের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা, পুরুষ নারীর বৈষম্য দূর তথা লিঙ্গ সাম্যের লক্ষ্যেই ১৯০৯ থেকে ৮ই মার্চ পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। আমেরিকান সোস্যালিস্ট পার্টির উদ্যোগে নিউইয়র্কে প্রথম পালিত হয় দিনটি। প্রথমে দিনটি ছিল ২৮শে ফেব্রুয়ারি। পরে তা বদলে হয় ৮ই মার্চ। ১৯০৯র পরের বছর ১৯১০য়ে ডেনমার্কের কোপেনহেগেনে বিশ্বের ১৭টি দেশ থেকে আসা ১০০ জন নারী প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী সম্মেলন। সম্মেলনে পুরুষ নারীর সমানাধিকারের পাশাপাশি নারীকে শুধুই ঘরকন্নার কাজে আবদ্ধ রাখা, সন্তান জন্মের যন্ত্র তথা ভোগের সামগ্রী হিসাবে দেখার বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য রাখেন বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিশিষ্ট নারীরা। নারীর অধিকার ও সাম্যের লক্ষ্যে বিরাট মিছিল হয় ইতালি, জার্মানি, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া তথা সমগ্র ইউরোপ জুড়ে। নিজ অধিকারের পাশাপাশি বিশ্বযুদ্ধের বিরুদ্ধেও প্রতিবাদে মূখর হন নারীরা। বিশিষ্ট সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের প্রস্তাব অনুযায়ী ১৯৭৫ সালে ৮ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্বীকৃতি দেয় জাতিসংঘ।
শারীরিক গঠনগত পার্থক্য ছাপিয়ে নারীকে সম্মান জানিয়ে পুরুষ নারী নির্বিশেষে মানবাধিকারের সমতা রক্ষার লড়াইয়ে হাতে হাত মিলিয়ে চলাই নারী দিবসের সার্থকতা। দিনের শেষে নারী একাই অর্ধেক আকাশ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
