ভারতীয় ক্রিকেটের ‘বৈদিক যুগে প্রত্যাবর্তন’।।
অমিতাভ গঙ্গোপাধ্যায়: Rong News
প্রচলিত ক্রিকেটীয় ধ্যান ধারণাকে নস্যাৎ করে দিয়ে,সাহেবীয়ানা ক্রিকেটকে বৈদিক যুগে ফিরিয়ে দিল রাজকোটে অনুষ্ঠিত ব্রাম্ভণ ক্রিকেট টুর্নামেন্ট।পরনে স্পোর্টস প্যান্ট,জার্সি,পায়ে ক্রিকেটিয় জুতো,সে ক্রিকেটের টেষ্টই হোক বা ওয়ানডে তে কোন খেলাই প্লেয়ারদের আমরা এই পোশাকে দেখতেই অভ্যস্ত। কিন্তু এর অন্যথায় যদি হয় ধুতি পরে ক্রিকেট!তবে এবার সেটাই হয়ে গেল।ধুতি পরে হল ক্রিকেট খেলা। রীতিমত একটি টুর্নামেন্ট হল রাজকোটে। যা ইতিমধ্যে ঝড় তুলে দিয়েছে ক্রিকেট ইতিহাসে।যেখানে প্লেয়ারদের পরনে ধুতি পাজ্ঞাবি। ধারাভাষ্য করা হচ্ছে ইংরাজি বা হিন্দিতে নয়,শুদ্ধ দেবনাগরী ভাষা বা সংস্কৃতে।এখানে ‘চতুষ্ককম্ প্রাপ্তানি’হল বাউন্ডরী বা ‘৪’ আবার ‘বহিস্কৃতম’ হল বোল্ড আউট।
বৈদিক ব্রাম্ভণরা এই টুর্নামেন্টের আয়োজক।পন্ডিতরা এই খেলায় অংশ গ্ৰহণ করেছেন।তাদের মধ্যেই কেউ কেউ ধারাভাষ্য করছেন। এই টুর্নামেন্টের উদ্যোক্তা পন্ডিত অঙ্কুর আচার্য ও অভিষেক শাস্ত্রী।মহর্ষি মহেশ যোগীর জন্মবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন।এই টুর্নামেন্ট হল টেনিস বলে। পোশাক,বল ও ধারাভাষ্য আলাদা হলেও বাকি সব কিছুই এক। আয়োজকদের লক্ষ্য এই টুর্নামেন্টকে জাতীয় স্তরে নিয়ে যাওয়া। ভবিষ্যতে দেশের বাকি শহরে এই টুর্নামেন্টের আয়োজন করতে চান তাঁরা।সেটা কতটা সম্ভব সেটা সময়ই বলবে।তবে বৈদিক মতে এই টুর্নামেন্ট আয়োজন যে ভারতীয় ক্রিকেটে আলাদা মাত্রা যোগ করেছে,তার বলাই যায়।পন্ডিত অঙ্কুর আচার্য বলেন’টুর্নামেন্টের লক্ষ্য হচ্ছে সংস্কৃত ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।আমরা এটা তিন বছর ধরে আয়োজন করছি এবং ভবিষ্যতেও করব। ভারতীয় ক্রিকেট কি তবে আরও একবার ইতিহাসের মুখোমুখি!!
১২.০৩.২৩
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
