নিয়োগ দূর্নীতিতে এখনও পর্যন্ত ৩৫০ কোটি , অস্বস্তিতে শাসক শিবিরে প্রেস কনফারেন্স
একের পর এক দূর্নীতির পর্দা ফাঁস, তাতে শাসকদলের নেতা নেত্রী ও তাঁদের ঘনিষ্ঠ জনেদের চাকরি বাতিলের লিষ্ট ক্রমশ দীর্ঘতর হচ্ছে। এমতাবস্থায় দলের ভাবমূর্তি বজায় রাখতে বারবার প্রেস কনফারেন্স করে নিজেদের স্বচ্ছতা ও বিরোধীদলীয় চক্রান্তের দাবী করে চলেছে শাসক শিবির। অন্যদিকে নিয়োগ-দুর্নীতি ও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিম। ‘টাকার বিনিময়ে চাকরি, আমাদের সবার কাছে লজ্জার। এই পার্থদাকে আমি চিনতাম না, এই পার্থদা আমার কাছে নতুন’, মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের।
ইডি এর রিপোর্ট অনুসারে ৩৫o কোটির ও বেশি খবর প্রকাশ্যে এপর্যন্ত। নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি দেখে এভারেস্টকেও মনে হচ্ছে অযোধ্যা পাহাড়! কোর্টে বিস্ফোরক ইডি । ২৪ মার্চ পর্যন্ত হেফাজতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুটি ফোন সোনার খনি! আরও অনেক প্রভাবশালী জড়িত। কেস ডায়েরিতে এমন এমন নাম, দেখলে চমকে যাবেন। কোর্টে সওয়াল ইডির আইনজীবীর।
দুর্নীতির কালো টাকাতেই বিপুল সম্পত্তি? কুন্তলের থেকে নগদে কোটিরও বেশি নিয়েছিলেন শান্তনু। প্রভাবশালী তত্ত্বে কোর্টে বিস্ফোরক দাবি ইডির।
কয়েক বছরে বিপুল সম্পত্তির মালিক। গ্রেফতারির পরে কুন্তলের ঘাড়েই দায় ঠেললেন শান্তনু। বনি সহ একাধিক টলি অভিনেতা অভিনেত্রীদের ইডি হেফাজতে সেই কূন্তলের দিকেই আঙ্গুল।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
