মাস পয়লায় নয়!
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
একেবারে মাস পয়লায় একই পরিবারের নয় সদস্যের জন্মদিন জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। অভূতপূর্ব ঘটনাটি পাকিস্তানের লারকানা প্রদেশের। সেখানকার একটি পরিবারের নয় জন সদস্যের সকলের জন্ম পয়লা অগস্ট। গিনেস বুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের লারকানা প্রদেশের একটি পরিবারের কর্তা আমির আলি ও তাঁর স্ত্রী খাদিজার জন্ম ১লা অগস্ট। এমনকি তাঁদের দুজনের বিবাহ হয় ১লা অগস্টেই। এরপর প্রথম কন্যা সন্তান সিন্ধু জন্ম নেয় ১লা অগস্ট। তারপর যমজ কন্যা সসুই ও স্বপ্না এবং যমজ পুত্র আম্মার ও আহমারের জন্মও ১লা অগস্ট। পরে আরও দুই পুত্র আমের ও আকবর জন্মায় সেই ১লা অগস্টেই। রেকর্ড সৃষ্টি করে খুবই খুশি আমির আলি ও তাঁর পরিবার। আমির আলি জানান, আল্লাহ্পাকের ইচ্ছায় সিজারের বদলে তাঁদের সবকটি সন্তান সুস্থ ও স্বাভাবিকভাবেই একই তারিখে জন্ম নেয়।
তবে এই ঘটনায় বেশ অসুবিধায় পড়েছেন পরিবারটির ঘনিষ্ঠরা। ১লা অগস্ট কাকে ছেড়ে কাকে শুভেচ্ছা জানাবেন তা ভেবেই কপালে ঘাম জমছে তাঁদের। আলাদা আলাদা করে জানানোর বদলে একধার থেকে গোটা পরিবারকেই শুভেচ্ছা জানানোর উপায়ও বাৎলেছেন কেউ কেউ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
