১০ বার ছোবল খেয়েও সাপ বাঁচান ‘স্নেক ম্যান’
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
গঙ্গারাম উনিশ বারের চেষ্টাতেও ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারেনি! কিন্তু দশ বার বিষধর সাপের ছোবল খেয়ে মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরেও দশ বছরে প্রায় ৫৬০০টি সাপকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে উদ্ধার করেছেন হরিয়ানা রাজ্যের পবন যোগপাল।
সেই দশ বছর বয়স থেকেই সাপ ভালোবাসেন পবন। সাপ তাঁর বন্ধু। সাপ নিয়ে রীতিমতো পড়াশোনা করেন তিনি। গোখরো, কেউটে, কালাচ, চন্দ্রবোড়া, শঙ্খচূড় প্রভৃতি বিভিন্ন প্রজাতির সাপের চলাফেরা কেমন, কেমন তাদের স্বভাব তা নখদর্পণে পবনের। মানুষের রোষ থেকে সাপকে বাঁচিয়ে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হরিয়ানার ভাট্টু কালান গ্রামের পবনকে ‘স্নেক ম্যান’ হিসাবেই চেনেন তাবৎ এলাকার লোকজন। পবন জানান, একবার গোখরো সাপের কামড়ে প্রাণ সংশয় হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু সর্প প্রেম তাতে কমেনি। বরং বেড়েছে। পবনের কথায়, সাপ অতি ভীরু ও নিরীহ প্রাণী। বর্ষাকালে সাপ বেশি দেখা যায়। মানুষ আতঙ্কিত হয়ে সাপ মেরে ফেলে। কিন্তু ভয় পেয়ে আত্মরক্ষার তাগিদেই সাপ ফনা তোলে। সাপ নিয়ে মানুষের অন্ধ কুসংস্কার দূর করতে চান তিনি।
সব দেখে একটি কথাই বলা যায়- “ধন্যি ছেলের অধ্যবসায়!”
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in Chief- Rakesh Sharma
