‘কবিতার মহাকাশে অসীম ধ্রুবতারা’
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
আক্ষরিক অর্থেই আজ রং মিলান্তি প্রকাশনীর উদ্যোগে সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দন চত্বরের অবনীন্দ্র সভাঘরে ‘কবিতার মহাকাশে অসীম ধ্রুবতারা’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ হলো বিশিষ্ট কবি অসীম দাসের ‘হৃদয়ের তরবারি মৃত্যু দাঁড়ালে’, ‘এক গাছ টুকটুকে সূর্য সকাল’, ‘নীল অরণ্যে হরিনাভি’ ও ‘মধ্যবিত্ত মশারি এবং কৃপণ মেঘ’ নামের চার চারখানি কাব্যগ্রন্থ। বইগুলি বর্তমান সময়ের বিশিষ্ট কবি আর্যতীর্থ, রমা সিমলাই, কাজরী বসু ও কমল দে সিকদারের সুবীক্ষিত কাব্যিক বিশ্লেষণপূর্ণ ভূমিকা সম্বলিত। তাঁর চারখানি কাব্যগ্রন্থে ছন্দে লেখার পাশাপাশি ভিন্ন মাত্রার সংবেদনশীল ভাবশৈলীর গদ্য কবিতার মেলবন্ধনে সব ধরনের পাঠকের কাছে পৌঁছাতে চেয়েছেন কবি অসীম দাস। অনুষ্ঠানে বই প্রকাশ হওয়ার পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ করেন বিভিন্ন কবিরা। কবি অসীম দাস, রং মিলান্তি প্রকাশনীর কর্ণধার রাকেশ শর্মার পাশাপাশি উপস্থিত ছিলেন সভাপতি গৌতম বিশ্বাস, সহসভাপতি দীপা দে। এছাড়াও উপস্থিত ছিলেন কলমে মিতালী সাহিত্য পরিবারের কর্ণধার অর্ণব মুখার্জি, সম্পাদিকা কৃতিকণা চিনি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি দীপ্তি রায়, মিলি দাস প্রমুখ। বই প্রকাশ, কবিতা পাঠ, সাংস্কৃতিক আলোচনা, গুণীজন সংবর্ধনায় এক ব্যতিক্রমী অথচ বর্ণিল সাংস্কৃতিক পরিমন্ডল রচিত হলো রং মিলান্তির হাত ধরে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
