বেহাল রাস্তা, ৪০ শিশু সহ স্কুল বাস গর্তে
শাশ্বতী মোদক , রঙ নিউজ
ব্যান্ডেল চার্চের সামনে অবস্থিত ডন বসকো ও অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের সামনে রাস্তার বেহাল অবস্থা জলের পাইপ লাইন মেরামতির কাজ হবার জন্য বারবার এই রাস্তা খুঁড়ে কাজ হচ্ছে যার ফলে ধ্বস নেমে প্রায় ৪০ টি বাচ্চা সমেত সমেত একটি স্কুল বাস গর্তে চাকা বসে যায়। ড্রাইভারের সামান্য আঘাত লাগায় বাচ্চাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এলাকার মানুষজনের সহযোগিতায় ব্যাপারটা সামলানো যায়। কিন্তু রাস্তার এখনো বেহাল অবস্থা চুঁচুড়া থেকে ত্রিবেনী যাওয়ার এটাই একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা সারা দিনে প্রচুর অটো টোটো বাইক ও অন্যান্য গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। বারবার প্রশাসনকে জানাবার পরেও এই রাস্তার সমস্যা মিটছে না। জনসাধারণ স্কুল যাত্রী প্রতিদিন নাকাল হচ্ছে।