*বাতিল হতে পারে ভারত পাকিস্তান ম্যাচ!*
– প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ
আগামীকাল মুখোমুখি হতে চলেছে বহু প্রতীক্ষিত ক্রিকেট ম্যাচ, ভারত বনাম পাকিস্তান, মোট ১০০ ওভারের ম্যাচ দেখার জন্য উৎসাহী সমস্ত ক্রিকেট প্রেমী। ভারত পাকিস্তান মুখোমুখি হলে দেশপ্রেম এবং ক্রিকেট প্রেমে যেন আলাদাই এক আবেগ আলাদাই এক চাহিদা কাজ করে। তবে দুঃখের খবর ঘনাচ্ছে এই ম্যাচ নিয়ে। বাতিল হতে পারে পাল্লেকেলেতে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ গ্রুপ ম্যাচটি। সত্য বরাবরই কঠিন এবং ক্রিকেট ভক্তদের জন্য এটা নিষ্ঠুরও বলা যেতে পারে। এটা যথাযথ পরিমিতভাবে বলা হচ্ছে যে, ক্যান্ডি থেকে ৩০ মিনিটের পথ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ গ্রুপ ম্যাচটি ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে।
পাল্লেকেলেতে গত দুই দিন ধরে বেশ প্রবল বৃষ্টি হচ্ছে এবং বহু আবহাওয়ার অ্যাপগুলিতেও দেখা যাচ্ছে শনিবার (২ সেপ্টেম্বর) পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যখন ভারত বনাম পাকিস্তান অনুষ্ঠিত হতে চলেছে। শনিবারের আবহাওয়া অনুসারে সর্বনিম্ন পূর্বাভাসকৃত বৃষ্টির শতাংশ হল ৯১%। রোদের দেখা মেলা প্রায় দুস্করই। সূর্যদেবের কৃপা যদি হয় তবেই এই ম্যাচ হবার সম্ভাবনা। সকল ক্রিকেটপ্রেমীদের চোখ এখন স্টেডিয়ামের ওপর ঘিরে থাকা কালো মেঘ আর শ্রীলঙ্কার আবহাওয়ার দিকে। বারংবার গ্রাউন্ড স্টাফরা কভার দিচ্ছেন মাঠে, রোলারও চালানো হচ্ছে মাঠ শুকনো করার জন্য, কিন্তু বরুণ দেব থামছেন না। এখন সবটাই আবহাওয়ার ওপর নির্ভর করছে।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
