কলম্বে ভারতের পাক বধ

Views: 95
1 0

 

*কলম্বে ভারতের পাক বধ*

– প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ

 

এশিয়া কাপের সুপার ফোরের গ্রেটেস্ট রাইভালরি ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারত – পাকিস্তানের বিরুদ্ধে সব থেকে বড় ব্যবধানে জয়ী হল।

গত রবিবার ম্যাচের নির্ধারিত সময়ে পাকিস্তান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। সেদিন মাত্র ২৪ ওভার ভারত ব্যাট করেছিল। ১২১ রানের অনন্য পার্টনারশিপ তৈরি করে ওপেনিং জুটি রোহিত-গিল। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। ওপেনিং জুটি আউট হবার পর বিরাট কোহলি ও কে এল রাহুল ক্রিজে আসেন। বৃষ্টির জন্য সেদিন ২৪ ওভারেই ম্যাচ বন্ধ করতে হয় এবং খেলা গিয়ে পড়ে রিজার্ভ ডে তে অর্থাৎ সোমবার। গতকাল কোহলি ও রাহুল জুটি অনবদ্য ব্যাটিং করে ২৩৩ রানের পার্টনারশিপ গড়ে তোলে, যা এখন পর্যন্ত সর্বকালীন সবচেয়ে বড় পার্টনারশিপ। কোহলি ১২২ নট আউট এবং রাহুল ১১১ নট আউট থেকে ভারতের স্কোর পৌঁছে দেন ৩৫৬-২ পঞ্চাশ ওভারের সমাপ্তে।

কোহলি সেঞ্চুরির সাথে সম্পূর্ণ করেন তার ১৩০০০ রান, এবং হয়ে যান দ্রুততম এই মাইলস্টোনে পৌঁছানো একমাত্র ক্রিকেটার। এছাড়াও ৪৭টি সেঞ্চুরির রেকর্ড ওডিআইতে যা শচীন তেন্ডুলকর এর থেকে মাত্র ২টি কম।

 

২য় ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নামায় ভারতের ফাস্ট বোলার জস্প্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ তাদের বলের জাদুতে আটকে রাখে আইসিসির নং ১ ব্যাটসম্যান বাবর আজমকে। বুমরাহ ইমাম উল হক এর উইকেটও ১০ ওভারের মধ্যে তুলে নেন। পরবর্তীতে হার্দিক পান্ডিয়া বাবরকে এক অসাধারণ সুইং এর মাধ্যমে করেন কুপোকাত। মিডিল ওভারে কুলদীপের আঙুলের জাদুতে পাকিস্তানের মিডিল অর্ডার ছিটকে যায়। কুলদীপ যাদব ৮ ওভারে ৫টি উইকেট নেন, রান দেন মাত্র ২৫। ৩২ ওভারের মধ্যেই পাকিস্তান অল আউট হয়ে যায় মাত্র ১২৮ রানে। যা রোহিত এবং গিলের পার্টনারশিপের থেকে ৭ রান এবং কোহলির নিজস্ব রানের থেকে ৬ রান বেশি।

 

এই বড় জয় টিমকে এনে দেবে আত্মবিশ্বাস যা ভবিষ্যতের ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

আজ ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে তার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে।

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *