‘কমলায় নেত্য করে…’
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কমলায় নেত্য করে কিন্তু তা আদৌ থমকিয়া থমকিয়া করে নয়, বরং হিপহপ্ নাচ নেচে নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সম্প্রতি হিপহপ্ নাচের ৫০তম পূর্তিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় হোয়াইট হাউসে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আদতে ভারতীয় বংশোদ্ভূত ও মার্কিন রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যরিস। সেখানেই প্রিন্টেড শার্টের ওপর গোলাপী জ্যাকেট ও ট্রাউজার্সে হিপহপ্ নাচতে দেখা যায় কমলাকে। তাঁর নাচের একটি ২২ সেকেন্ডের ভিডিও টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্টনি ব্রায়ান লোগান। মুহুর্তেই তা ভাইরাল হয়। তবে ৫৮ বছর বয়সী কমলার নাচ দেখে অনেকে নাক সিঁটকালেও হিপহপের স্মৃতি ফিরিয়ে আনতে তাঁর উদ্যমকে স্বাগত জানিয়েছেন কিন্তু অনেকেই। কমলা কেমন নেচেছেন তা বড়ো কথা নয় বরং তাঁর আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ত মনোভাব প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
