এশিয়া সেরার মুকুট ভারতের

Views: 115
0 0

*এশিয়া সেরার মুকুট ভারতের*

প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ

 

আজ অবিস্মরণীয় এক ম্যাচের সাক্ষী রইল সমস্ত ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে এমনই এক পারফরমেন্স দেখালো ভারতের ক্রিকেট দল।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের একটু পরে শুরু হয়। প্রথম ওভারেই বুমরাহ অসাধারণ এক আউট সুইং এর মাধ্যমে একটি উইকেট তুলে নেন। দ্বিতীয় ওভারে সিরাজ মেডেন ওভার দেন, ম্যাজিক শুরু হয় চতুর্থ ওভারে, যেখানে সিরাজ একসাথে নিয়ে নেন চার-চারটি উইকেট। মাত্র চার ওভারেই অর্ধেক শ্রীলঙ্কা টিম ডাগ আউটে চলে যায়। এরপরেও ‘মিয়া ম্যাজিক’ থেমে থাকেনি! স্পেলের পরের ওভারেই আবার একটি উইকেট তুলে নেন, এবং হয়ে যান সবথেকে কম সময়ে ৫ উইকেট নেওয়া একমাত্র ভারতীয় তথা বিশ্বের দ্বিতীয় বোলার। এরপর হার্দিকের ৩ উইকেটে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায় মাত্র ১৫.২ ওভারেই।

দ্বিতীয় ইনিংসে ভারত ৫১ রানের টার্গেট মাত্র ৬.১ ওভারের মধ্যেই শেষ করে অষ্টমবারের মতো এশিয়া কাপের মুকুট মাথায় তুলে নেয়। এশিয়া কাপের এই ম্যাচ ভারতীয় ক্রিকেট ইতিহাসে যেমন এক সুবর্ণ ছাপ রেখে যাবে, তেমনি শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে এক অন্ধকার রাতের কথা মনে করাবে, যা তারা খুব তাড়াতাড়ি ভুলতে চাইবে।

এশিয়া মুকুটের পর এবার বিশ্ব মুকুটের দিকে চেয়ে সমগ্র ভারতবাসী এবং ভারতীয় ক্রিকেট টিম।

 

রঙ নিউজের সমগ্র টিম থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভারতীয় টিমের জন্য।

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

 

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *