শারদ ব‌ই পার্বণ শুরু হল,চলবে ৬ই অক্টোবর পর্যন্ত।।

Views: 106
2 0

শারদ ব‌ই পার্বণ শুরু হল,চলবে ৬ই অক্টোবর পর্যন্ত।।

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়:রঙ নিউজ

 

আসন্ন দূর্গা পূজার শুরুতে পাবলিশার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ড পশ্চিমবঙ্গ তথ্য-সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ‘শারদ ব‌ই পার্বণ ২০২৩’ এর আয়োজন করল। প্রতিটি ব‌ই কেনার সাথে থাকছে আকর্ষনীয় ছাড়। ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হ‌ওয়া এই পার্বণের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ই অক্টোবর চির পরিচিত সেই বাংলা একাডেমি প্রাঙ্গণে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রি ব্রাত্য বসু ও বিশিষ্ট লেখক প্রচেত গুপ্তের উপস্থিতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে একদল মহিলা ঢাকি ঢাকবাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। আগামী কয়েকদিনের মধ্যে এই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান,আকর্ষক আলোচনা ও মনোমুগ্ধকর আবৃত্তির কেন্দ্র হয়ে উঠবে।এই পার্বণের সামিল প্রায় ৭৫জন প্রকাশক।

 

ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় প্রেসিডেন্ট পাবলিশার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ড বলেন”শারদ ব‍‍ই পার্বণ যাব‌ই বাজার নামে পরিচিত তার বিস্তৃত ব‍ইয়ের জন্য এবং একচেটিয়া ও মনোমুগ্ধকর ডিসকাউন্টউপভোগ করার সুযোগের জন্য পালিত হয়।ব‍ইগুলি এর একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে। পূজার আভিজাত্য তাদের উপস্থিতি ছাড়া এটি অসম্পূর্ণ। সুধাংশু শেখর দে অনারারি জেনারেল সেক্রেটারি পাবলিশার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ড বলেন “শারদ ব‍ই পার্বণ আমাদের একটি ঐতিহ্য হিসাবে বিশেষ স্থান ধারণ করে।দূর্গা পূজো আসার সাথে সাথে মানুষ যখনজামা কাপড় কেনাকাটায় ব্যাস্ত তখন আমরা তাদের ব‍ই কেনা কাটায় অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করি।”

 

৩০.০৯.২৩

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *