একদিন “আক্রোশ” এ হারিয়ে যাওয়া বাংলা সিনেমার সেই “দেবতা”
সুপর্ণা রায় , রঙ নিউজ
গতকাল আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দীতা রায় পরিচালিত “রক্তবীজ” সিনেমাটির ট্রেলার।
সিনেমার পরিচালক শিবপ্রসাদ মুখার্জী জানিয়েছেন, “এটি একটি অন্য ধরনের গল্প, এই সিনেমায় রয়েছেন বাংলা সিনেমা। জগতের অনবদ্য কিছু অভিনেতা অভিনেত্রী।”
এই সিনেমায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় মিমি চক্রবর্তী কাঞ্চন মল্লিকদের।
কিন্তু যে প্রবাদপ্রতিম অভিনেতাকে এই সিনেমায় দেখা যাবে তিনি হলেন বাংলা সিনেমার এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক ভিক্টর ব্যানার্জি ,যাকে বহুকাল বাংলা সিনেমায় দেখা যায়নি।
কিন্তু বাঙালি ভোলেনি, বাংলা সিনেমায় তার অসামান্য অবদান।
একসময় তার প্রত্যেক কটি সিনেমাই ছিল সফল।
শুধু বাংলা সিনেমাই নয় যিনি হলিউড সিনেমাতেও দাপিয়ে বেড়িয়েছেন।
গোল্ডেন গ্লোবের মঞ্চে উঠে একজন বাঙালি হয়ে যার অনর্গল ইংরেজি বলার কৌশল অবাক করে দিয়েছিল ইংরেজি বলা মানুষদের।
“সতরঞ্জ কি খিলাড়ি” যেটি ছিল সত্যজিৎ রায়ের পরিচালিত,
সেই ছবির মাধ্যমে বাংলা সিনেমা জগতে আসেন ভিক্টর ব্যানার্জি।
এরপর আবার সত্যজিৎ রায়ের ই ঘরে বাইরে সিনেমায় অভিনয় করেন। একের পর এক সিনেমায় তাঁর অসামান্য অভিনয় দক্ষতা বাঙ্গালীদের মন জয় করে নেয়। নায়ক এবং খলনায়ক দুটো চরিত্রেই তিনি সাবলীল।
তাঁর খোঁজেই আসেন ইংরেজি সিনেমার পরিচালকরা ছুটে এসেছিলেন বাংলাতে।
দশটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এক হলিউডি ছবিতে মুখ্য চরিত্রে কাজ করেন তিনি ।
তবুও অদ্ভুতভাবে বাংলাতেই ব্রাত্য থেকে যান।
বহুদিন তাকে আর দেখা যায় না।
এবার শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিনী নন্দিতা রায়ের রক্তবীজ সিনেমায় দেখা যাবে তাঁকে।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
