মেক্সিকোর পার্লামেন্টে প্রদর্শিত হল ভিনগ্রহীদের জীবাশ্ম
সুদীপ্ত চক্রবর্তী , রঙ নিউজ
এলিয়েনরা কি সত্যিই আছে? ব্রহ্মাণ্ডে আমরা ছাড়াও অন্য প্রাণীদের অস্তিত্ব কি রয়েছে?এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় সারা বিশ্ব। এলিয়েনরা সত্যিই কোনদিন পৃথিবীতে এসেছিল কিনা এই নিয়েও মানুষের কৌতূহল কম নয়। এই আবহে মেক্সিকোর পার্লামেন্টে প্রকাশ্যে আনা হলো দুটি ভিনগ্রহীর মমিকৃত মৃতদেহ। সে দেশের ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কার্বন ডেটিং করে বলেছেন, এগুলো অন্তত হাজার বছরের পুরনো এবং এদের সঙ্গে আমাদের পৃথিবীর প্রাণীদের ডিএনএ-র অন্তত ৩০ শতাংশ মিল নেই। ২০১৭ সালে পেরুর পাল্পা এবং নাজকা শহরের মধ্যে একটি ডায়াটম খনিতে পাওয়া যায় মৃতদেহ দুটি যেগুলি দীর্ঘদিন আগেই জীবাশ্মে পরিণত হয়েছে। শরীরের চেয়ে মাথা অনেকটাই বড় এবং পৃথিবীর প্রাণীদের সাথে চেহারার কোন মিল পাওয়া যায়নি এই জীবাশ্ম গুলির, এবং সেখানেই এরা ভিনগ্রহী বলে দাবি জোরালো হয়ে উঠেছে। এই দীর্ঘ সময়ে কোন পরিবর্তন হয়নি দেখতে আদপেই মানুষের মতো নয় এই প্রাণীদের মৃতদেহগুলির। দেহগুলি প্রদর্শনের সময় মেক্সিকো পার্লামেন্টে উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন নৌ সেনা ডিরেক্টর ও প্রাক্তন নৌ পাইলট রায়ান গ্রেভসও যিনি আকাশে অজানা উড়ন্ত বস্তু দেখেছেন বলে গত জুলাই মাসেই দাবি করেছিলেন। অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত এই ভিনগ্রহীদের দেহগুলি প্রকাশ্যে আসতেই শোরগোল উঠেছে সারা বিশ্বে।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma