দীপাবলিতে ২৪ লক্ষ দীপে সাজছে অযোধ্যা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
দীপাবলিতে ২৪ লক্ষ দীপের আলোয় আলোকিত হতে চলেছে উত্তরপ্রদেশের অযোধ্যা। সূত্র মারফত জানা গিয়েছে, অযোধ্যার বুক চিরে বয়ে চলা সরযূ নদীর রাম কি পাইদি ঘাট, সরযূ ঘাট, চৌধুরি চরণ সিং ঘাট সহ ৫১টি ঘাটকে মোট ২৪ লক্ষ প্রদীপের আলোয় সাজানো হবে। এ বছরের দীপাবলি স্মরণীয় করে রাখতে উঠেপড়ে লেগেছে যোগী আদিত্যনাথের সরকার। সরকারের দাবি, এ বছর ২৪ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে অযোধ্যা। ফলে প্রশাসনের পাশাপাশি মাটির প্রদীপ, মোমবাতি, ল্যাম্প নিয়ে পথে নেমেছেন অবধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সঙ্গে যোগ দিয়েছেন ২৫ হাজার স্বেচ্ছাসেবক। দিন রাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় ঘাটগুলি সাজানোর কাজ চলছে। আরও জানা গিয়েছে, দীপাবলির রাতে অযোধ্যায় উপস্থিত থেকে দীপগুলি গুনে দেখবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
