পশ্চিম বঙ্গে হঠাৎ হাজির মোদী জী!
সুপর্ণা রায়, রঙ নিউজ
পশ্চিম বঙ্গে হঠাৎ হাজির মোদী জী!
কোনো রকম বার্তা ছাড়া হটাৎ এলেন মোদী জি।
কিন্তু কেনো,
আর হটাৎ এভাবে এলেন ই বা কেনো
এভাবে কাউকে না জানিয়ে হটাৎ ভোর বেলা মোদী কোথায় বা এলেন ।
পশ্চিম বঙ্গের রাজ্য রাজনীতি তে যখন ইডি সিবিআই ও চোর ধরো জেলে ভরো চলছে
তখন হটাৎ হাজির খোদ মোদী জি।
পশ্চিম বঙ্গের পশ্চিম মেদিনীপুরে হটাৎ করেই হাজির হলেন প্রাধান মন্ত্রী।
আশে পাশের মানুষের প্রতিক্রিয়া কেমন হলো
আর কেনই বা এলেন পি এম মোদী পশ্চিম medini পুরে।
আসলে ঘটনা তেমন কিছুই বা না
পশ্চিম মেদিনীপুর এর একটি স্কুলে চলছিল ফ্যান্সি ড্রেস কম্পিটিশন
তাতেই দ্বিতীয় শ্রেণীর ছাত্র সক্সম কুমার ,সেজে আসে বর্তমান প্রধান মন্ত্রী নরেন্দ্র সিং দামোদর দাস মোদী। শুধু সাজ নয় মোদী জি র মত দু হাত তুলে প্রণাম ও করে ওই ছাত্র ।
আর তাকে এভাবে দেখে ক্লাসের বাকি সব ছাত্র ছাত্রী
মোদী জি জিন্দাবাদ
ভারত মাতা জিন্দাবাদ বলে উল্লাসে ফেটে পড়ে।
