প্রতিবাদ কোথায় বাঙালি , ক্ষমা করো নজরুল
সুপর্ণা রায় , রঙ নিউজ
সেদিন ব্রিটিশ শাসনের লৌহ কপাট বাঙালিরা ভেঙে ফেললেও, নিজেদের চারপাশের বিকৃত মানসিকতার লৌহাকপাট ভাঙ্গার ক্ষমতা এই বাঙালির নেই। হয়তো এই বাঙালির মেরুদন্ড নেই কিম্বা নেই উঁচু মাথায় উঁচু গলায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মত সতত সাহস।
একদিকে যখন কথাশিল্পীর আবক্ষ মূর্তির গলায় দড়ি দিয়ে প্যান্ডেলের বাঁশ দাঁড় করিয়ে রাখা হয় ঠিক সেই সময় অস্কার প্রাপ্ত সঙ্গীতজ্ঞ বিকৃত করেন নজরুলের সেই গানের সুর।
“কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট” যে গানের কথা সুর শুনে অত্যাচারী ইংরেজ ভয়ে সিটিয়ে যেত, যে গান শুনে ভীতু ছেলেটাও হয়ে ব্রিটিশদের ভয়ের কারণ । সেই গানের সুরকে নোংরা ভাবে পরিবর্তন করে ফেললেন এ আর রহমান। গানটি সামাজিক মাধ্যমে প্রচার হতেই ক্ষোভে ফেটে পড়েছেন বেশ কিছু মানুষ । তবে সে সংখ্যা খুবই সামান্য।
একটি হিন্দি ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর এর ছবি দেখিয়ে নায়ক বলছেন ” নমস্তে দাদা জি”। দ্বিজেন গীতি কে বিকৃত করে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। সেদিন ও দু চার জন বিরোধ করলেও তেমন কাউকে পাওয়া যায়নি।
অবশ্য দু একজন বিশিষ্ট মানুষ জন ” ভালো লাগেনি ” এই টুকু বলেই ঠোঁটে আঙ্গুল দিয়েছেন।
আমাদের দেশ সেবক নেতা মন্ত্রী থেকে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলা শিল্পীরা, বিশিষ্ট মোমবাতি বাহিনী বুদ্ধিজীবীরা সবাই চুপ।
সাধারণ মানুষ অসহায়ের মতো দু চারটা কথা সোশ্যাল মিডিয়া তে লিখেই , দীপাবলির আলোয় মুখ লুকোবে।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma