২০ বছরের বদলা! নাকি ফের হতাশা!

Views: 72
1 0

*২০ বছরের বদলা! নাকি ফের হতাশা!*

– প্রতীক চ্যাটার্জী, রঙ নিউজ

 

কিছু ঘন্টার মধ্যেই ভারতীয় ক্রিকেট টিম আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে।

ভারতীয় শিবির গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। লীগ স্টেজ ও সেমিফাইনাল ম্যাচ নিয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ১০টিই জিতেছে ভারত। অর্থাৎ রোহিতের ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন হিসেবে সাকসেস রেট ১০০%। এখন অপেক্ষা শুধুই কাপ জেতার, যার জন্য গোটা দেশ তাকিয়ে রয়েছে ভারতীয় দলের ওপর। গোটা টিম – ওপেনিংয়ে রোহিত-গিল জুটি থেকে মিডিলে কোহলি-শ্রেয়স-রাহুল অসাধারণ ফর্মের প্রদর্শন করেছেন, অন্যদিকে বোলিং এট্যাক যেন এক অন্য উন্মাদনা পেয়েছে সামিকে প্লেয়িং ইলেভেনে পেয়ে। এই বিশ্বকাপে ২৩টি উইকেট নিয়ে সামি ভারতীয়দের মধ্যে ওয়ার্ল্ড কাপ নেওয়া সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন, পিছনে ফেলেছেন লেজেন্ডারী বোলার জাহির খানকে। বুমরাহর ইকোনমি হয়ে দাঁড়িয়েছে এই বিশ্বকাপের সব থেকে বেস্ট ইকোনমি। আবার, ব্যাটিংয়ে কোহলি একের পর এক রেকর্ড গড়ে তুলেছেন, ভেঙে ফেলেছেন তাঁর আইডল ‘দ্য গ্রেট শচীন তেন্ডুলকরের’ ওডিআইতে ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। অন্যদিকে রোহিত – দ্য হিটম্যান নিজের আক্রমণাত্মক খেলার মাধ্যমে দলকে দিচ্ছেন এক অসাধারণ রানরেটের স্টার্ট। তিনি রেকর্ড গড়েছেন সর্বাধিক ছয় মারার, এক বছরে সর্বাধিক তথা সমস্ত ইন্টারন্যাশনাল খেলাতেও পিছনে ফেলেছেন ক্রিস গেইলকে। শ্রেয়স মিডিল অর্ডারে ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক রান করেছেন। এক কথায় নিজেদের স্বপ্নের ফর্মে রয়েছে গোটা ভারতীয় টিম।

অস্ট্রেলিয়াও কম যে নয় তা বলাই বাহুল্য, প্রথম দিকে কয়েকটা ম্যাচ হেরে যাওয়ার পর ক্রমাগত ম্যাচ জিতে নিয়ে সেমিফাইনালে ইন ফর্ম টিম সাউথ আফ্রিকাকে যেভাবে হারিয়ে ফাইনালে উঠেছে তাতে চিন্তার ভাঁজ কপালে আসছেই ভারতীয় ফ্যানদের।

সকলেরই মনে পড়ছে ২০ বছর আগের কথা, যখন চোখের জল ফেলতে হয়েছিল ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে, ক্রমাগত সমস্ত গ্রুপ স্টেজ ও নকআউট ম্যাচ জিতে যখন ফাইনালে মুখোমুখি হল অস্ট্রেলিয়া তখন বিশ্বকাপের স্বপ্ন ভেঙ্গে গেছিল সৌরভ গাঙ্গুলী সহ গোটা ভারতীয় ইয়ং টিমের। দেশবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সেই টিমের কেউই প্রায় এখন যুক্ত নন ভারতীয় দলের সাথে শুধু একজন থেকে গেছেন, হয়তো ২০ বছরের বদলা নিতে – রাহুল দ্রাবিড়, ভারতীয় দলের বর্তমান কোচ। যাঁর বিশ্বকাপ জেতা আর সম্ভব হয়নি, ২০ বছর আগের দুঃস্বপ্নের বদলা নেবার সময় হয়তো এবার এসেছে। এখন অপেক্ষা শুধুই সময়ের। কাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঠিক দুপুর ২টোর সময় খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া, ভারত থাকবে পুরোনো বদলা নেবার প্রচেষ্টায় এবং নিজের তৃতীয় কাপের অপেক্ষায়, অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে তাদের ৮ বছরের কাপের ক্ষরা ঘুচিয়ে ষষ্ঠ কাপ হাতে তুলে নিতে।

ম্যাচের সমস্ত আপডেট পেতে কাল চোখ রাখুন আমাদের রঙ নিউজ ফেসবুক পেজে।

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *