‘তেজসে’ উড়লেন প্রধানমন্ত্রী
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
এবার বিমানচালকের নয়া ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাও যে সে বিমান নয়। রীতিমতো পাইলটের পোশাকে সজ্জিত হয়ে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান তেজসে চড়ে শোরগোল ফেলে দিলেন প্রধানমন্ত্রী। শনিবার বেঙ্গালুরুর প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স পরিদর্শন করতে গিয়ে ৪.৫ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট তেজসে ওঠেন তিনি। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশপথে যুদ্ধের পাশাপাশি গ্রাউন্ড অপারেশনেও দক্ষ যুদ্ধবিমান তেজস মূলত এক আসন বিশিষ্ট বিমান। তবে দুই আসন বিশিষ্ট বিমানও রয়েছে যেগুলি পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার করে বিমানবাহিনী। সেগুলিরই একটিতে জলপাই রঙা জাম্পস্যূট, হেলমেট, গগলস্ পরে পাইলটের আসনে বসেন মোদি। যুদ্ধবিমানে ওড়ার অভিজ্ঞতা বর্ণনা করে মোদি জানান ভারতীয় প্রযুক্তির জন্য তিনি গর্বিত। এছাড়া এক্স হ্যান্ডেলে বলেন, তেজসে চড়ে নিজেকে সমৃদ্ধ মনে করছেন তিনি।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
