৩০ আসনের ‘শাহি ফরমান’
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
লোকসভা নির্বাচনের প্রথম দফার ঠিক আগে বাংলা থেকে ৩০টি আসনে বিজেপির জয়লাভ নিশ্চিত করতে দলীয় কর্মী, সমর্থকদের জন্য শাহি ফরমান জারি করলেন বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজ্যে ভোট প্রচারে এসে বালুরঘাটের বুনিয়াদপুরের নির্বাচনী জনসভা থেকে দলের পক্ষে সরাসরি ৩০টি আসনে জেতার দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, গোটা দেশে নূন্যতম ৩৭০টি আসনে জিতে বিজেপিকে ফের ক্ষমতায় আসতে নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ থেকে ৩০টি আসনে জেতা জরুরি।
২০১৪ পশ্চিমবঙ্গে মাত্র ২টি আসন জেতে ভারতীয় জনতা পার্টি। ২০১৯ সালে জেতা আসনের সংখ্যা এক লাফে পৌঁছে যায় ১৮টিতে। নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে বাংলা থেকে ৪২টির মধ্যে ৪২টিতেই বিজেপি প্রার্থীদের জেতানোর আবেদন করেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বিজেপির তরফে অমিত শাহ প্রথমে ৩৫টি আসনে জেতার দাবি জানালেও সেটি কমে ৩০টিতে নেমে আসায় কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। তৃণমূলের কটাক্ষ পাত্তা না দিয়ে বিজেপির দাবি, দলের সাংগঠনিক শক্তি বিচার বিবেচনা করেই ৩০টি আসনের কথা বলেছেন অমিত শাহ। রাজনৈতিক পর্যবক্ষেকদের মতে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো ফল করবে ভারতীয় জনতা পার্টি।
সাব এডিটর – রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
কো এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা