জলে ভাসছে লাশ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
আক্ষরিক অর্থেই বুঝি দুয়ারে সমুদ্র। জলে ভাসছে লাশ। মানুষের, বইয়ের। পুজোর ঠিক আগেই তুমুল বৃষ্টিতে ভাসল শহর কলকাতা। উত্তরে শ্যামবাজার, দমদম থেকে বউবাজার, ধর্মতলা। দক্ষিণে কসবা, বালিগঞ্জ থেকে গড়িয়া। সার্বিক জলছবি একই। বিগত ৩৯ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ডুবল শহর। ডুবল দোকান। ঘরবাড়ি ডুবে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ। কলেজ স্ট্রিটের অসংখ্য বইয়ের দোকানে রাখা বইগুলি স্রেফ মন্ড। অক্ষরের মৃত্যু! আরে বই কি আর মানুষ? তাতে শোকের কি আছে দাদা! এ তো ভাই প্রাকৃতিক দুর্যোগ। তার জন্য একটু লোক দেখানো দুঃখ প্রকাশের সঙ্গে কিছু টাকা ছড়িয়ে দেব। কুড়িয়ে নেবে। এর জন্য কে দায়ী? প্রকৃতি, মেঘ ভাঙা বৃষ্টি, গঙ্গা, আদি গঙ্গা যার অপর নাম টালিনালা, বাগজোলা, কেষ্টপুর, চড়িয়াল খাল তালিকা দীর্ঘ। নির্বিচারে বৃক্ষ নিধন, বেহাল নিকাশি ব্যবস্থা, জলাশয় বুজিয়ে অপরিকল্পিত নগরায়নের অশ্বমেধের ঘোড়া ছোটার সঙ্গে ঘোড়ার ক্ষুরে উড়তে থাকা টাকা, ঢিলেঢালা প্রশাসন, সীমাহীন দুর্নীতি, হাড়হাভাতে ক অক্ষর গোমাংস ফোর্থ ক্লাস নেতাদের পকেট ভর্তি। ২৫১ মিলিমিটার বৃষ্টি তো স্রেফ একটি পরিসংখ্যান মাত্র। ১২টা না ১৩টা মরেছে ও তো একটা সংখ্যা মাত্র। ওতে কান দিলে কি উৎসব চলবে দাদা! ও হো ওই ‘ম্যান মেড’ বন্যা কে যেন বলেছিলেন? নাকি সেটাই? চোপ্ কোনোও প্রশ্ন নয়। সরকার চলছে!
তবু পুজোর উদ্বোধন চলছে চলবে! পিতৃপক্ষের অবসানের আগেই হিজাব পরে দুর্গাপুজো উদ্বোধন শুভ না অশুভ, দেবী দুর্গার রোষ সে সব বিচার করতে গিয়ে চুল ছিঁড়ুক যত জ্যোতিষী, পন্ডিতেরা। গলা ফাটাক বিরোধীরা। আমরা সব শাসক দলের। আমাদের নেত্রী বরাবর চমক দিতে ভালোবাসেন। একটিই পোস্টের পাশে আমরা সব ল্যাম্পপোষ্টের মতো দাঁত কেলিয়ে দাঁড়িয়ে। আমাদের মহান নেতা মন্ত্রীরা সার বেঁধে নাচতে নাচতে ‘সরকারি পুজো’ উদ্বোধনে! কত আলোর রোশনাই, কত অদ্ভুতুড়ে থিম, কত ভিড় টানার কেরামতি এ সব দেখাতে হবে না! পুজোটা এখানে সেকেন্ডারি। আরে কাকা বছরে তো একবার! মোচ্ছব হবে না! কী যে বলেন না খোপড়িতে ঢোকে না। যে মরেছে সে মরেছে তাতে আমার কি! আমার ঘরে তো আর কিছু হয়নি। চলো প্যান্ডেল হপিং করি। নাচন কোঁদনে বেরোই। দাবিয়ে গিলি। নূন্যতম মূল্যবোধ, বিবেচনা বোধ, সাংস্কৃতিক নিম্নগামীতা ও সব বইয়ের পাতায়। আরে বইগুলিই তো মরে গিয়েছে! অতএব ফাটিয়ে তালি মার। উৎসবে মেতে ওঠো।
দূরে বহু দূরে নীল আকাশে পেঁজা মেঘ, কাশ ফুল আর শিউলি ঝরাকে সাক্ষী রেখে আটচালায় চলছে দুর্গাপুজো। কোনোও থিম নেই, আলোর ঝলকানি নেই। আছে পবিত্র মন্ত্রচ্চারণ। আছে ভক্তি। একটি ঢাক বাজে ঢ্যাম কুড়কুড়। খিদে ভরা মুখে আকুল চোখে মা দুর্গার দিকে তাকিয়ে ছোট্ট হাতে একটি কাঁসর বাজে কাঁইনানা কাঁইনানা। হ্যাপ্পি দুর্গাপুজো।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা