চতুর্থীতে আচমকাই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেলো চেতলা অগ্রণীর পুজো প্যাণ্ডেলে

Views: 88
0 0

*চতুর্থীতে আচমকাই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেলো চেতলা অগ্রণীর পুজো প্যাণ্ডেলে*

 

নবনীতা পাল Rong News

 

শহর জুড়ে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। একাধিক পুজোর মণ্ডল উদ্বোধন হয়ে গিয়েছে। ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছেন অনেকে। এরই মধ্যে অঘটন দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো মণ্ডপ চেতলা অগ্রণীতে।

 

বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে যায় চেতলা অগ্রণীর মণ্ডপে। যদিও আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি। দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই নিভে যায় আগুন। তবে গোটা মণ্ডপ শর্ট সার্কিট হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

কখন আবার মণ্ডপ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, তা পরে জানানো হবে। শহরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। মেয়র ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত এই পুজো। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেছেন। চতুর্থীর দিনই সেই প্যান্ডেলে ঘটে গেল অঘটন।

 

জানা যাচ্ছে, প্যান্ডেলের উপর পড়ে থাকা একটি ইলেকট্রিকের তার থেকেই শর্ট সার্কিট হয়। তার জেরেই এই বিপদ ঘটে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *