জমা জলে পা ফেলতেই সব শেষ; এখনো অবধি মৃত ৮

Views: 21
0 0

*জমা জলে পা ফেলতেই সব শেষ; এখনো অবধি মৃত ৫*

নবনীতা পাল Rong News

 

 

গত কয়েকঘণ্টার টানা বৃষ্টি আর তার পরিণাম। মঙ্গল সকালের শহর দেখেই শিউরে উঠছেন বাসিন্দারা। জলমগ্ন পরিস্থিতিতে বিপর্যস্ত জীবন। সকাল থেকেই জমা জল দেখেই বাড়ছিল উদ্বেগ। বেলা বাড়তেই সেই উদ্বেগ, আশঙ্কা সত্যি হয়ে সামনে এসেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, খাস কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের।

 

মৃত পাঁচজনের একজন নেতাজি নগরের বাসিন্দা, একজন ইকবালপুরের বাসিন্দা, একজন বেনিয়াপুকুরের বাসিন্দা, একজন কালিকাপুরের বাসিন্দা এবং একজন বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। তথ্য, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনেরই। মৃতদের মধ্যে একজনের নাম জীতেন্দ্র সিং, বয়স ৬০।

 

সোমবার রাত্রি থেকে বৃষ্টি শুরু। একনাগাড়ে বৃষ্টি চলছে মঙ্গল সকালেও। কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে ডুবেছে শহর। উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতা একপ্রকার জলের তলায়। জলমগ্ন গোটা সল্টলেক চত্বর এবং পার্শ্ববর্তী এলাকাও। মঙ্গলবার শহরের দিকে তাকালেই দেখা যাচ্ছে, মানিকতলা থেকে মুদিয়ালি, সর্বত্র কোমর জল। ডুবে গিয়েছে রাস্তা-ঘাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, অটো জলের তলায়। লাইনে জল জমে গিয়ে ব্যাহত ট্রেন, মেট্রো চলাচল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শহরবাসী মনে করতে পারছেন না, প্রতি বর্ষায় কম বেশি জলযন্ত্রণা হলেও, শেষ কবে এই পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে শহর।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *