অতি বর্ষণে উৎসব প্রিয় বাঙালির মন খারাপ
নন্দিনী সাহা : Rong News
আজ দ্বিতীয়া,কলকাতায় ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে যায় মহালয়ার রাত পোহাতেই।মঙ্গলবার রাতে কেমন করে যেন মানুষের স্বপ্নের ভিড়ে জল ঢেলে দিল খামখেয়ালী প্রকৃতি। রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো কলকাতায়। ছয় ঘন্টায় আড়াইশো মিমি বৃষ্টি! আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পুজোর দিনগুলোও ভাসতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। পরপর দুটি নিম্নচাপের ভ্রুকুটি। মঙ্গলবার রাতভর বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে শহর কলকাতার বেশিরভাগ রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ার পাশাপাশি মেট্রোরেলের ট্র্যাকেও জল উঠে যায়। ফলে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। রাস্তায় বেরিয়ে কার্যত চূড়ান্ত নাকাল হতে হয় মানুষকে। বৃষ্টির কারণে পুজো উদ্যোক্তাদের কপালে ভাঁজ, উৎসব প্রিয় বাঙালিরও আজ মন খারাপ।

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা
