২১৫ ফুটের রাবণে রেকর্ড গড়ছে কোটা
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মহালয়ার পরেই নবরাত্রি উপলক্ষে দশেরার অন্যতম আকর্ষণ রাবণ দহনে ২১৫ ফুটের রাবণ তৈরি করে রেকর্ড গড়ল রাজস্থানের কোটা শহর। সূত্রের খবর, হরিয়ানার আম্বালা থেকে আসা একঝাঁক শিল্পীর হাতে কোটার দশেরা ময়দানে গড়ে উঠছে ফাইবার গ্লাসের ২১৫ ফুট উচ্চতার বিশালাকৃতি দশ মাথা বিশিষ্ট রাবণ যা পোড়ানো হবে দশেরায়। ইতিমধ্যেই সেটি দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।
কোটার বিশালাকৃতি রাবণ দহনের ঐতিহ্য দীর্ঘদিনের। দশেরায় রাবণ দহনকে কেন্দ্র করে ভিড় জমান অসংখ্য মানুষ। রকমারি খাবার, মণিহারি দোকান সহ গোটা ময়দান জুড়ে চলে মেলা। রামলীলা সহ চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে মেতে ওঠেন জনসাধারণ। এবার ২১৫ ফুটের রাবণ দেখতে রেকর্ড ভিড় হবে বলে মনে করছেন আয়োজকরা। তাঁদের দাবি, ২১৫ ফুটের রাবণ তৈরি করে রেকর্ড গড়ছে কোটা। সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাবণের সঙ্গে দহন করা হবে কুম্ভকর্ণ ও মেঘনাদ। দশেরায় মূল অনুষ্ঠানের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, বিধায়ক শান্তিলাল ধারিয়াল, সন্দীপ শর্মা প্রমুখ।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায় , প্রতীক চ্যাটার্জী
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – ড: রাকেশ শর্মা