আস্ফালনই সার! মহালয়ায় পাকবধ
নন্দিনী সাহা:Rong News

আবারো পর্যদুস্ত পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচেও ধরাশায়ী পাকিস্তান। টসে এ জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান ১৭১ রান করে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এদিন লক্ষ্য করা যায়। জবাবি ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক শর্মার ধুন্ধুমার ব্যাটিং , শুভমন গিল এর দুর্দান্ত ৪৭ রান এবং শেষ দিকে তিলক বর্মার ধৈর্যশীল ব্যাটিং ভারতকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। যদিও অধিনায়ক সূর্য কুমার যাদব কোন রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। একটিবারের জন্যও পাকিস্তান কোনো ভাবেই ভারতকে চাপের মুখে ফেলতে পারেনি, অথচ ম্যাচ শুরুর আগেই প্রেস মিটে তারা গরম গরম বিবৃতি দেন। মাঠে কোন কোন পাকিস্তানি ক্রিকেটারকে অক্রিকেটিয় আচরণ করতে দেখা যায় । এই জয়ের সুবাদে ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিল এর শীর্ষে অবস্থান করছে ভারত।
