বাংলা প্রীতি মোদির
বিশেষ সংবাদদাতা:Rong News
ভোট বড়ো বালাই। চলতি লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের আশায় পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে তুমুল বাংলা প্রীতি দেখালেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ উত্তর কেন্দ্রের একটি নির্বাচনী প্রচার সভায় ভোটারদের মন জয় করতে মুক্ত কন্ঠে বাংলার গুনগান করার পাশাপাশি নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতির ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মোদি। আঁটোসাঁটো নিরাপত্তার বলয়ে মোড়া নরেন্দ্র মোদির সভা ঘিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মোদি বলেন, গত জন্মে তিনি বাংলায় জন্মেছিলেন। পরের জন্মেও তিনি বাংলাতেই জন্মাতে চান। তিনি আরও বলেন, সংস্কৃতির পীঠস্থান বাংলা তৃণমূলের আমলে অনেক পিছিয়ে পড়েছে। সংস্কৃতি প্রসঙ্গেও মা মাটি মানুষের সরকারকে এক হাত নেন নরেন্দ্র মোদি।
সাব এডিটর – রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
কো এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
