ভয়াবহ গাড়ি দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের মারিশদায়। রামানন্দ দাস: রঙ নিউজ
আজ সকাল ৭ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি একটি বাসের সঙ্গে দীঘার দিক থেকে নন্দকুমারের দিকে ছুটে একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি জোরালো সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হয় প্রাইভেট গাড়ির মধ্যে থাকা চারজনের। তারপর দুমড়ে-মুচড়ে যাওয়া ওই গাড়িকে গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলে। ইতিমধ্যেই বাসের চালককে আটক করেছে স্থানীয় মারিজদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার আসল কারণ কিনা! খতিয়ে দেখছে রাজ্য পুলিশ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আত্মীয়, বন্ধু বান্ধবদের সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেন। সেই সঙ্গে ঘটনাস্থলের উদ্ধার কাজে জেলা প্রশাসন সমস্ত রকম সাহায্য করবে, প্রশাসন সব ব্যবস্থা নিচ্ছে ওনার নিজস্ব প্রতিক্রিয়ায় জানান। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।’
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
