।।রঙমিলান্তি প্রকাশনীর নিবেদনে বিশিষ্ট কবি সাতকর্ণী ঘোষের “এই ভূমি সমগ্র জীবন” কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ।।
দেবপ্রিয়া বারিক : রঙ নিউজ
২১শে মে ২০২৪
গতকাল,২০২৪-এর ২০শে মে সোমবার “অনুবাক” চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়ের আয়োজনে ও “রঙমিলান্তি প্রকাশনী”র কর্নধার রাকেশ শর্মার নিবেদনে কলকাতার প্রাণকেন্দ্র নন্দন চত্বরে চারুকলা পর্ষদের অবনীন্দ্র সভাঘরে বিকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত মহা সমারোহে অনুষ্ঠিত হল রঙমিলান্তি প্রকাশনী থেকে প্রকাশিত বিশিষ্ট কবি সাতকর্ণী ঘোষের কাব্যগ্রন্থ “এই ভূমি সমগ্র জীবন”। এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন বিশিষ্ট কবি তথা পশ্চিমবঙ্গ কবিতা অ্যাকাদেমির সভাপতি মাননীয় সুবোধ সরকার মহাশয়। এছাড়াও যাঁদের উজ্জ্বল উপস্থিতিতে সভাগৃহ আলোকিত হয়ে উঠেছিল তাঁরা হলেন- সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর, সম্রাট দত্ত, রঙমিলান্তি প্রকাশনীর কর্নধার রাকেশ শর্মা ও আরও অনেকে।
কবিকন্ঠে কবিতা, সাতকর্ণী ঘোষের কবিতার উচ্চারণ, গান ও আড্ডায় এই জাঁকজমকপূর্ণ বই প্রকাশ অনুষ্ঠান রূপান্তরিত হয়েছিল এক ঘরোয়া আড্ডায়। এবং বইটি গতকাল প্রকাশকালেই পাঠকপ্রিয়তা লাভ করেছে। আমাদের প্রিয় কবি সুবোধ সরকার গতকাল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আমাদের রঙমিলান্তি সমন্ধে যে উচ্চারণ করেছেন তাতে আমরা গর্বিত ও আনন্দিত। ওঁনার উচ্চারণে- “বইটির প্রোডাকশন খুব ভালো হয়েছে। প্রকাশককে অনেক ধন্যবাদ জানাই। প্রকাশক অনেক যত্ন নিয়ে বইটি করেছেন।”
রঙমিলান্তি প্রকাশনীর দায়িত্বভার পাঠকের প্রতি যেমন বেড়ে গেলো, তেমনই বেড়ে গেলো নতুন নতুন ভালো কাজ করার উৎসাহ।
“এই ভূমি সমগ্র জীবন” সামগ্রিক গুণগতমান ও রঙমিলান্তি প্রকাশনীর প্রভূত প্রশংসায় প্রেক্ষাগৃহ মুখর হয়ে উঠেছিল।
কবির কথা অনুযায়ী কাব্যগ্রন্থের কবিতাগুলি তাঁর সমগ্র জীবনেরই নামান্তর। সবশেষে বলতেই হয়, যদি শব্দের মাধুর্য্যে ভিজতে হয় তবে অবশ্যই পড়তে হবে কবি সাতকর্ণী ঘোষের কাব্যগ্রন্থ “এই ভূমি সমগ্র জীবন”।
বই কিনুন, বই পড়ুন। সকলকে বই পড়তে উৎসাহিত করুন।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
